চিকেন রোস্ট, ননভেজ প্রেমিকদের জন্য একটি অন্যতম সুস্বাদু খাবার। ছোটো-বড়ো সবাই চিকেন রোস্ট পছন্দ করেন। এককথায় চিকেন রোস্ট মানেই জিভে জল। বিয়ের অনুষ্ঠানে আমরা যে চিকেন রোস্ট খেয়ে থাকি তা একটু বেশিই মজা হয়ে থাকে। আজ আমরা দেখবো কিভাবে একদম বিয়ে বাড়ির স্বাদে এই রেসিপিটি তৈরি করা যায়