যোগাযোগ
আপনার হোমশেফ এক্সপেরিয়েন্সকে আরো সুন্দর করার জন্য আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই পুষ্টি হামেশেফ- এ পাওয়া রেসিপিগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা,মতামত কিংবা সাজেশন জানান আমাদের। এছাড়া আপনার নিজস্ব নতুন কোনো রেসিপিও জানাতে পারেন আমাদের।
এর পাশাপাশি পুষ্টি ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে কোন টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে,আমাদের জানাতে পারেন। আমরা অবশ্যই দ্রুততম সময়ের ভেতরে এর সমাধান বের করার চেষ্টা করবো।
- পুষ্টি হোমশেফ ওয়েবসাইটের হোমপেজ থেকে “সকালের নাস্তা” ক্যাটাগরিতে ক্লিক করলেই পেয়ে যাবেন দেশি-বিদেশি বিভিন্ন সকালের নাস্তার রেসিপি।
- পুষ্টি হোমশেফ এর হোমপেজ থেকে রেসিপি পেজ-এ গিয়ে “ফিল্টার বাই ক্যাটাগরি” অথবা “ফিল্টার বাই ট্যাগ” – এই দু’টি অপশন ব্যবহার করে আপনি সহজেই খুঁজে পেতে পারেন আপনার পছন্দের রেসিপিটি। এছাড়া আপনি হোমপেজ থেকে সার্চবক্স-এ আপনার কাঙ্ক্ষিত রেসিপির নামটি লিখে সার্চ করলেই সেই রেসিপিটি পেয়ে যাবেন।
- পুষ্টি হোমশেফ ওয়েবসাইটে সাবস্ক্রাইব করলে আপনি প্রতি সপ্তাহ শেষে আপনার ই-মেইলে পেয়ে যাবেন সে সপ্তাহের সেরা চার থেকে পাঁচটি রেসিপি। তাই নিয়মিত দারুণ সব রেসিপির খোঁজ পেতে আজই সাবস্ক্রাইব করুন পুষ্টি হোমশেফ ওয়েবসাইটে, সম্পূর্ণ বিনামূল্যে!
- অবশ্যই পাওয়া যাবে। পুষ্টি হোমশেফ ওয়েবসাইটে ঢুকে হোমপেজ থেকে "ফুড স্টোরি" সেকশনে চলে গেলেই পেয়ে নানা সেলিব্রিটি ও দেশসেরা শেফদের সিগনেচার রেসিপিগুলো।
- পুষ্টি হোমশেফ ফোরাম হচ্ছে এমন একটি স্থান যেখানে আপনি আপনার নিজস্ব রেসিপিগুলো শেয়ার করতে পারেন সবার সাথে, একদম নিজের মতো করে। আপনি যদি রান্নাবান্না করতে ভালোবেসে থাকেন, তবে আজই জয়েন করে ফেলতে পারেন পুষ্টি হোমশেফ ফোরামে এবং সবাইকে জানাতে পারেন আপনার রন্ধনশৈলীর কথা।