চাইনিজ ডিশের মধ্যে সবচেয়ে মজার ও চটপটে ডিশ হলো সুইট এন্ড সাওয়ার চিকেন। চাওমিন কিংবা ফ্রায়েড রাইসের পারফেক্ট সঙ্গী এটি। চীনে এই খাবারের উৎপত্তি হলেও সারা বিশ্বে এটি জনপ্রিয় খাবার। এর রান্নার পদ্ধতি সরল এবং অন্যান্য দেশি চাইনিজের মতো এই রেসিপিও চাইনিজ রান্না পদ্ধতির থেকে খুব বেশি পরিবর্তন হয়নি। মৌসুমি সবজি সহযোগে ও কম তেলে রান্না হয় বলে এটি স্বাস্থ্যকর ও পুষ্টিগুণসম্পন্ন।