প্যান গুলো ওভেনে দিয়ে রাখুন এবং এটি ৪০ থেকে ৬০ মিনিটের জন্য বেক করুন। বেক করা হয়ে গেলে একটি চাকু বা কাঁটা চামচ দিয়ে টেস্ট করে দেখুন পাউরুটি হয়ে গেছে কি না। চাকু বা কাঁটা চামচ পাউরুটি এর ভিতরে ঢুকিয়ে বের করে আনার পর যদি চাকু বা কাঁটা চামচটি পরিষ্কারভাবে বের হয়ে আসে, তবে ধরে নেবেন পাউরুটি হয়ে গেছে। আর যদি চাকু বা কাঁটা চামচে একটু আধটু মিশ্রণ লেগে থাকে, তাহলে কয়েক মিনিটের জন্য আবার বেক করতে দিন। অবশ্যই প্রত্যেকবার পাউরুটি ঠিকমত বেক হয়েছে কিনা তা টেস্ট করে নেবেন। পাউরুটি হয়ে গেলে প্যান বের করে ঠান্ডা হতে দিন। একটি প্লেটের উপর প্যান উল্টো করে হালকা করে প্যান এর উল্টোপাশে বাড়ি দিয়ে পাউরুটি বের করে আনুন। যদি পাউরুটি লেগে যায় এক্ষেত্রে চাকু দিয়ে প্যান এর চারপাশ থেকে পাউরুটি আস্তে আস্তে ছাড়িয়ে নিন। পার্চমেন্ট কাগজ দেওয়া থাকলে আপনি সহজেই কাগজ ধরে টেনে পাউরুটি উঠিয়ে ফেলতে পারবেন। উঠানোর পর কাগজটি ছাড়িয়ে নিন। এরপর পাউরুটি বের করে পিস করে কেটে ফেলুন। সবশেষে আইসিং স্যুগার ছিটিয়ে নিয়ে নামিয়ে আনুন। এছাড়া আপনি চাইলে মিশ্রণটির মধ্যে ড্রাই ফ্রটস দিতে পারেন, যেমন - কিশমিশ, শুকনা চেরি, অন্যান্য বাদাম ইত্যাদি। এতে পরিবেশনের সময় দেখতে সুন্দর লাগে এবং খেতেও দুর্দান্ত হয়।