এলাকার হোটেলগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত কোনো খাবার থাকলে সেটি হলো পুরি। ময়দার তৈরি এই লুচির মতো খাবারটি ছোট-বড় সকলকেই টানে। ডাল ও কিমা পুরি অনেক দেখতে পাওয়া গেলেও আলু পুরি বর্তমানে বাজার থেকে প্রায় বিলীন হয়ে গিয়েছে বলা চলে। তবে ঘরেই খুব সহজে বানানো যায় এই খাবারটি, চলুন দেখে নেয়া যাক কিভাবে