Loading...
বিকেলের নাস্তায় মজাদার চিকেন নুডল্‌স

ছোটোখাটো খিদে দূর করার জন্য নুডল্‌সের বিকল্প কিছু হয় না। বিকেলের খিদে, মাঝ রাতের খিদে ও অসময়ে পাওয়া যেকোনো খিদে দূর করতে নুডল্‌সের জুড়ি মেলা ভার। ছোট থেকে বড় সকলের প্রিয় এই খাবারটিকে আরো মজাদার ও সুস্বাদু করে তোলা যায় বিভিন্ন রেসিপির মাধ্যমে। আজকে পুষ্টি হোম শেফের আয়োজন নুডলসের তেমনি একটি মজাদার রেসিপি নিয়ে

প্রয়োজনীয় উপকরণঃ

  • ডিম: ৩টি
  • হাড়বিহীন মুরগি: ২০০ গ্রাম
  • লবণ: পরিমাণমতো
  • তেল: আধা কাপ
  • রসুন কুচি: ১ টেবিল চামচ
  • হলুদ ক্যাপসিকাম: ১/৪ টি
  • বাঁধাকপি: ১ কাপ
  • সবুজ ক্যাপসিকাম: ১/৪ টি
  • লাল ক্যাপসিকাম: ১/৪ টি
  • পেঁয়াজ কুচি: ১ কাপ
  • মরিচ কুচি: ৭-৮টি
  • নুডলস: ২০০গ্রাম
  • সয়া সস: ২ টেবিল চামচ
  • টমেটো সস: ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: ডিম ও মুরগির মিশ্রণ তৈরি করে নিন

    একটি বাটিতে ৩টি ডিম নিয়ে তাতে হাড়বিহীন মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপরে এতে স্বাদমতো লবণ দিয়ে নিন

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ:মুরগি-ডিমের মিশ্রণ মিশিয়ে নিন

    একটি কড়াই চুলার উপরে দিয়ে তাতে আধা কাপ তেল দিয়ে গরম করে নিন। এরপরে এতে ১ টেবিল চামচ রসুন কুচি দিয়ে তা ভালো করে ভেজে নিয়ে তাতে মাংস ও ডিমের মিশ্রণটি দিয়ে দিতে হবে। এরপরে তা খুব ভালো করে নাড়তে হবে

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ: বাকি উপকরণ যোগ করে নিন

    কড়াইতে থাকা মাংসের মিশ্রনে একে একে হলুদ, সবুজ, লাল ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজকুচি, মরিচ, সিদ্ধ করা নুডলস দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপরে এতে ২ টেবিল চামচ সয়াসস ও সামান্য পরিমানে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিন। তারপর তাতে ৩ টেবিল চামচ টমেটো সস দিয়ে তা ভালোভাবে নেড়ে পরিবেশন করুন গরম গরম চিকেন নুডলস।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন