হালিম আমাদের দেশের অন্যতম জনপ্রিয় আর মজাদার একটি খাবার। বিশেষত ইফতারে হালিম না হলে যেন আমাদের চলেই না। বেশিরভাগ সময় হালিম রেস্টুরেন্ট থেকে এলেও ঘরে তৈরি হালিমের স্বাদই আলাদা। পুষ্টি হোম শেফ এ আজকের হালিম রেসিপি দেখে নিন আর এখন থেকে ঘরেই তৈরি করে ফেলুন মজাদার হালিম।