জাপানের ঐতিহ্যবাহী খাবার রামেন। এটি মূলত স্যুপ নুডল্সের একটি জাপানিজ রেসিপি। মাশরুম,মাংস, মাছ ও সবজির তৈরি এই রেসিপিটি বিভিন্ন ধরণের হয়ে থাকে। তাই আপনাদের জন্য সহজেই তৈরি করা যায় এমন রেসিপি নিয়ে এসেছেন বিখ্যাত রন্ধনশিল্পী কাকলী কলি। চলুন দেখে নেই কীভাবে বাসায় খুব সহেজেই তৈরি করবেন এই রেসিপিটি।