Loading...
কাকলি কলির স্পেশাল সুস্বাদু রামেন নুডল্‌স

জাপানের ঐতিহ্যবাহী খাবার রামেন। এটি মূলত স্যুপ নুডল্‌সের একটি জাপানিজ রেসিপি। মাশরুম,মাংস, মাছ ও সবজির তৈরি এই রেসিপিটি বিভিন্ন ধরণের হয়ে থাকে। তাই আপনাদের জন্য সহজেই তৈরি করা যায় এমন রেসিপি নিয়ে এসেছেন বিখ্যাত রন্ধনশিল্পী কাকলী কলি। চলুন দেখে নেই কীভাবে বাসায় খুব সহেজেই তৈরি করবেন এই রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • মুরগির বুকের মাংস - ২০০ গ্রাম
  • নুডল্‌স ছোট - ১ প্যাকেট
  • চিকেন স্টক - ১ কাপ
  • আদাকুচি - ৩/৪ টুকরা
  • ছেঁচে রাখা রসুন - ২ কোঁয়া
  • সয়া সস - ২ টে. চামচ
  • ভিনেগার - ২ টে. চামচ
  • নুডল্‌সের মসলা - আধা চা চামচ
  • গোলমরিচ গুঁড়া - দেড় চা চামচ
  • সয়াবিন তেল - ২ চা চামচ
  • গাজর (জুলিয়ান কাট অথবা লম্বা চিকন করে কাটা) - আধা কাপ
  • সেদ্ধ ডিম - ১টি (খোসা ছাড়িয়ে দুভাগ করা)
  • পেঁয়াজপাতা কুচি - ১ টে. চামচ
  • লালমরিচের গুঁড়া - আধা চা চামচ
  • আদা ও রসুন বাটা - ১ চা চামচ
  • লবণ - স্বাদমতো
  • চিনি - আধা চা চামচ

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: মুরগির মাংস রান্না করে নিন

    একটি পাতিলে ৪ কাপের মতো পানিতে আদা ও রসুন কুচি, পেঁয়াজপাতা, লবণ, গোলমরিচের গুঁড়া দিন। পানি ফুটে উঠলে মুরগির মাংস দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নিন। তারপর মুরগির মাংস তুলে আলাদা করে রাখুন। সিদ্ধ মুরগির সঙ্গে গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, সয়া সস ১ চা চামচ, লালমরিচের গুঁড়া আধা চা চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ,লবণ, চিনি দিয়ে মাখিয়ে নিন। এবার মাংস দুপিঠ হালকা লাল করে ভেজে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: স্যুপ তৈরি করে নিন

    এই মুরগির মাংস সিদ্ধ করার পানিটা অথবা স্টকটা ছেঁকে নিয়ে চুলায় বসিয়ে সয়া সস, ভিনিগার, তিলের তেল, নুডল্‌সের মসলা দিয়ে দুএক বলক তুলে আগুন বন্ধ করে দিন। তবে গরম যেন থাকে এজন্য চুলা থেকে নামানোর দরকার নাই।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ: নুডল্‌স ও ডিম সিদ্ধ করে নিন

    অপর দিকে নুডল্‌স সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। ডিম তিন’চার মিনিট সিদ্ধ করে ঠাণ্ডা পানিতে রেখে খোসা ছাড়িয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 4

    ৪র্থ ধাপ: পরিবেশন করে নিন

    পরিবেশন বাটিতে নুডল্‌স দিয়ে তার উপর আগেই তৈরি স্যুপ করা ঢেলে দিন। তারপর একে একে দু-টুকরা করা সিদ্ধ ডিম, পেঁয়াজপাতা কুচি, গাজরকুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন