Loading...
রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস

আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় থাই রেসিপি হলো ফ্রাইড রাইস। মজাদার এই খাবারটি বাসায় বানানো হলে রেস্টুরেন্টের মতো অনেক সময়ই হয় না। এই সমস্যা সমাধানে দেশের অভিজ্ঞ রন্ধনশিল্পী কল্পনা রহমান নিয়ে এসেছেন তার স্পেশাল রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ঘরেই বানাবেন রেটুরেন্ট স্টাইলের চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস।

প্রয়োজনীয় উপকরণঃ

  • পানি - পরিমাণমতো
  • পুষ্টি সয়াবিন তেল - ৩ টে. চামচ
  • লবণ - স্বাদমতো
  • পুষ্টি চিনিগুঁড়া চাল - ২ কাপ
  • হাড়বিহীন চিকেন কিউব - দেড় কাপ
  • সয়া সস - ২ টে. চামচ
  • কালো গোলমরিচ গুঁড়া - স্বাদমতো
  • আদা বাটা - ১ চা চামচ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • মাখন - ২ টে. চামচ
  • ডিম - ২টি
  • লবণ - স্বাদমতো
  • ঘি - ২ টে. চামচ
  • রসুন কুচি - ২ টে. চামচ
  • বরবটি কুচি - আধা কাপ
  • গাজর কুচি - আধা কাপ
  • লাল ও সবুজ ক্যাপ্সিকাম - ১ কাপ
  • পেঁয়াজ কুচি - ১/৩ কাপ
  • পেঁয়াজ পাতার মূল কুচি - ১/৩ কাপ
  • বাঁধাকপি কুচি - আধা কাপ
  • কাঁচা মরিচ কুচি - ১/৩ কাপ
  • টমেটো কেচাপ - ১ টে. চামচ
  • পেঁয়াজ পাতা কুচি - ১/৩ কাপ

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: রাইস রান্না করে নিন

    চিনিগুঁড়া চালটি ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এরপর একটি পাত্রে পরিমাণমতো পানি দিয়ে এতে ১ টে. চামচ পুষ্টি সয়াবিন তেল দিয়ে ও তাতে লবণ দিয়ে নেড়ে নিন। পানি টগবগিয়ে ফুটলে এতে চালগুলো দিয়ে তা ৮০% এর মতো সিদ্ধ করে নিন। এরপরে এটি ছাঁকনিতে পানি ছেঁকে চালগুলো ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে তা ফ্রিজে ৩০ মিনিটের জন্য রেখে দিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: চিকেন মেরিনেট করে নিন

    মুরগির কিউবগুলো একটি পাত্রে নিয়ে এতে ১ টে. চামচ সয়া সস, আধা চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে মেখে ১০ মিনিট মেরিনেট করে নিন। এবার একটি গরম কড়াইতে ১ টে. চামচ মাখন দিয়ে তাতে মাংসগুলো ভেজে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ: ফ্রাইড রাইস রান্না করে নিন

    এবার সেই প্যানে বাটার দিয়ে তাতে ডিমগুলো ফেটিয়ে দিয়ে স্বাদমতো কালো গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে নেড়ে নিন। এবার প্যানে ২ টে. চামচ ঘি দিয়ে তাতে ২ টে. চামচ পুষ্টি সয়াবিন তেল দিয়ে দিন। এবার এতে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এবার বেশি আঁচে একে একে বরবটি কুচি, গাজর কুচি, লাল ও সবুজ ক্যাপ্সিকাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতার মূল কুচি, বাঁধাকপি কুচি, কাঁচা মরিচ কুচি ও স্বাদমতো লবণ দিয়ে আধা সিদ্ধ করতে হবে। এরমধ্যে ভাত দিয়ে সাথে ১ টে. চামচ সয়া সস, টমেটো কেচাপ, ১ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, ডিম ও মাংস কুচি দিয়ে ভালোমতো নেড়ে নিতে হবে। ৬-৭ মিনিট রান্না করে নিয়ে এতে স্বাদমতো লবণ ও পেঁয়াজ পাতা দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন