মাছে ভাতে বাঙালি হলেও বর্তমান জেনারেশন মাছ খেতে অপছন্দ করে। কিন্তু ফাইন ডাইনিংয়ের বদৌলতে এই অপছন্দের বস্তুটি দিয়েও এখন খুব মজাদার চমৎকার একটি রেসিপি তৈরি করা সম্ভব। তেমনি একটি রেসিপি হলো ফিশ র্যাপস। টনি খান তার এই স্পেশাল ডিশটি শেয়ার করেছেন আমাদের সাথে আপনাদের জন্য। চলুন দেখে নেয়া যাক কিভাবে বানাতে হয় সুস্বাদু ফিশ র্যাপস -