Loading...
টনি খানের কিচেন থেকে মজাদার ফিশ র‍্যাপস

মাছে ভাতে বাঙালি হলেও বর্তমান জেনারেশন মাছ খেতে অপছন্দ করে। কিন্তু ফাইন ডাইনিংয়ের বদৌলতে এই অপছন্দের বস্তুটি দিয়েও এখন খুব মজাদার চমৎকার একটি রেসিপি তৈরি করা সম্ভব। তেমনি একটি রেসিপি হলো ফিশ র‍্যাপস। টনি খান তার এই স্পেশাল ডিশটি শেয়ার করেছেন আমাদের সাথে আপনাদের জন্য। চলুন দেখে নেয়া যাক কিভাবে বানাতে হয় সুস্বাদু ফিশ র‍্যাপস -

প্রয়োজনীয় উপকরণঃ

  • ভেটকি মাছ - ১০০ গ্রাম
  • শুকনা মরিচের গুঁড়া - আধা চা চামচ
  • ধনিয়া গুঁড়া - আধা চা চামচ
  • জিরা গুঁড়া - ১ চা চামচ
  • গরম মশলা গুঁড়া - আধা চা চামচ
  • হলুদ গুঁড়া - সোয়া চা চামচ
  • লবণ - পরিমাণমতো
  • লেবুর রস - পরিমাণমতো
  • রসুন বাটা - আধা চা চামচ
  • আদা বাটা - আধা চা চামচ
  • দই - সোয়া কাপ
  • টমেটো পিউরি - ২ টে. চামচ
  • পুষ্টি সয়াবিন তেল - পরিমাণমতো
  • পুষ্টি ময়দা - ১ টে. চামচ
  • টমেটো - ২টি
  • পেঁয়াজ কুচি - সোয়া কাপ
  • ধনিয়া পাতা কুচি - সোয়া কাপ
  • রসুন কুচি - ১ কোয়া
  • কাঁচা মরিচ কুচি - ১টি
  • মেয়োনিজ - ৩ টে. চামচ
  • টক ক্রিম - ২ টে. চামচ
  • লেবুর রস - ১ চা চামচ
  • টমেটো সস - ১ টে. চামচ
  • টরটিয়া রুটি - পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: মাছ রান্না করে নিন

    প্রথমে মাছগুলোকে কেটে কিউব করে নিন। অপর একটি বাটিতে শুকনা মরিচের গুঁড়া,ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া,গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এতে আধা চা চামচ লেবুর রস, রসুন বাটা, আদা বাটা, দই, টমেটো পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এতে ১ চা চামচ পুষ্টি সয়াবিন তেল ও পুষ্টি ময়দা দিয়ে মিশিয়ে নিয়ে মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে এতে মাছ দিয়ে ভেজে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: সালাদ তৈরি করে নিন

    আরেকটি বাটিতে টমেটো,পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ কুচি নিয়ে মিশিয়ে নিয়ে এতে সামান্য লেবুর রস দিয়ে দিন

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ: সস বানিয়ে নিন

    একটি বাটিতে মেয়োনিজ, টক ক্রিম, টমেটো সস, আধা চা চামচ জিরা গুঁড়া, সোয়া চা চামচ লবণ, ১ চা চামচ লেবুর রস ভালো মতো মিশিয়ে নিন

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 4

    ৪র্থ ধাপ: ফিশ র‍্যাপস বানিয়ে নিন

    একটি টরটিয়া রুটিতে ২ টুকরো মাছ দিয়ে এতে ১ চা চামচ বানিয়ে রাখা সস ও সালাদ দিয়ে ভাজ করে পরিবেশন করুন টনি খানের স্পেশাল মজাদার ফিশ র‍্যাপস

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন