বিশেষ দিন বা উৎসব মানেই বিরিয়ানি খাওয়ার উপলক্ষ। সেই বিরিয়ানিটা যদি স্পেশাল হয় তবে তা উৎসবের আনন্দকে আরো দ্বিগুন করে তোলে। ঠিক তেমনি একটি স্পেশাল বিরিয়ানির রেসিপি নিয়েই আজ থাকছে পুষ্টি হোম শেফ এর আয়োজন। চলুন দেখে আসি কীভাবে খুব সহজেই ঘরে তৈরি করবেন স্মোকি চিকেন বিরিয়ানি।