Loading...
স্মোকি চিকেন বিরিয়ানি

বিশেষ দিন বা উৎসব মানেই বিরিয়ানি খাওয়ার উপলক্ষ। সেই বিরিয়ানিটা যদি স্পেশাল হয় তবে তা উৎসবের আনন্দকে আরো দ্বিগুন করে তোলে। ঠিক তেমনি একটি স্পেশাল বিরিয়ানির রেসিপি নিয়েই আজ থাকছে পুষ্টি হোম শেফ এর আয়োজন। চলুন দেখে আসি কীভাবে খুব সহজেই ঘরে তৈরি করবেন স্মোকি চিকেন বিরিয়ানি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • পুষ্টি চিনিগুঁড়া চাল - ৩ কাপ
  • মুরগি - দেড় কেজি
  • আদা বাটা - ১ টে. চামচ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • পেঁয়াজ বাটা - ২ টে. চামচ
  • সরিষা বাটা - ১ টে. চামচ
  • বাদাম বাটা - ২ টে. চামচ
  • মরিচ গুঁড়া - ১ টে.চামচ
  • জিরা গুঁড়া - ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া - ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া - ১ চা চামচ
  • মেথি গুঁড়া - আধা চা চামচ
  • সয়া সস - ১ চা চামচ
  • ওয়েস্টার সস - ১ চা চামচ
  • ভিনেগার - ২ টে. চামচ
  • আমের আঁচার - ৩ টে. চামচ
  • গুড় - ২ টে. চামচ
  • লবণ - পরিমাণমতো
  • পুষ্টি সয়াবিন তেল - ১ কাপ
  • দারুচিনি - ৯টি
  • এলাচ - ২০টি
  • জয়ফল - ১/৩টি
  • বড় এলাচ - ২টি
  • ষ্টার অ্যানিস - একটির অর্ধেক
  • সাদা গোলমরিচ - ১ চা চামচ
  • কাবাব চিনি - আধা চা চামচ
  • জিরা - ১ চা চামচ
  • জয়ত্রী - আধা চা চামচ
  • তেজপাতা - ৩টি
  • বেরেস্তা - আঁধা কাপ
  • চিনি - ১ চা চামচ
  • ঘি - ২ টে. চামচ
  • ফয়েল পেপার - বাটি বানানোর জন্য
  • কয়লা - ১ মুঠো

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: বিরিয়ানির মসলা প্রস্তুত করে নিন

    একটি বাটিতে চাল নিয়ে তা পানিতে ভালোমতো ধুয়ে ছাকনি দিয়ে চেকে পানি ঝরিয়ে রাখুন। এবার একটি খালি কড়াইতে একে একে ৪টি দারুচিনি, ১২-১৫টি এলাচ,জয়ফল, বড় এলাচ, ষ্টার অ্যানিস, সাদা গোলমরিচ, কাবাব চিনি, জিরা ও জয়ত্রী টেলে নিন। এবারে টেলে রাখা মসলাগুলো একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন। অন্য একটি বাটিতে বেরেস্তা ও চিনি একত্রে মিশিয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ:মাংস মেরিনেট করে নিন

    একটি বাটিতে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, বাদাম বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, মেথি গুঁড়া, বিরিয়ানির মসলা, সয়া সস, ওয়েস্টার সস, ভিনেগার, আমের আঁচার ও গুড় দিয়ে ভালোমতো মেখে নিন। এরপরে এতে মুরগির মাংস দিয়ে তা মেখে নিয়ে তাতে ১ চা চামচ লবণ দিয়ে আবার মেখে ৩০ মিনিটের জন্য মেরিনেট করে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ: মাংস রান্না করে নিন

    একটি কড়াইতে ২ টে. চামচ পুষ্টি সয়াবিন তেল ঢেলে তা গরম করে মাংসগুলো এপিঠ-ওপিঠ করে ভেজে নিন। এবার আরেকটি কড়াইতে ২ টে. চামচ পুষ্টি সয়াবিন তেল ঢেলে তাতে মেরিনেশন মসলা দিয়ে কষিয়ে নিন। এরপরে তে আধা কাপ পানি দিয়ে ভালোমতো নেড়ে ভাজা মাংসগুলো দিয়ে দিন। এতে আধা কাপ গরম পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট স্বল্প আঁচে রান্না করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 4

    ৪র্থ ধাপ: বিরিয়ানি রান্না করে নিন

    একটি হাড়িতে চালের দেড়গুণ অর্থাৎ ৪.৫ কাপ পানি দিয়ে তাতে আধা কাপ পুষ্টি সয়াবিন তেল ঢেলে দিন। এরপরে এতে ৪-৫টি এলাচ, ৪-৫টি দারুচিনি, তেজপাতা ও পরিমাণমতো লবণ দিয়ে নেড়ে ভালোমতো ফুটিয়ে নিন। পানি ফুটে এলে এতে চালগুলো ঢেলে দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিন। এবার হাড়ি থেকে অর্ধেক ভাত তুলে নিয়ে এতে অর্ধেক মাংস দিয়ে তার উপরে ঝোল ছড়িয়ে দিন। এবারে এতে অর্ধেক বেরেস্তা দিয়ে উঠিয়ে রাখা ভাতের অর্ধেক দিয়ে তার উপরে আবার মাংস, অর্ধেক ঝোল ও বেরেস্তা দিয়ে ভাত দিয়ে ঢেকে দিন। এরপরে উপরে বাকি ঝোলের প্রলেপ ও বেরেস্তা দিয়ে তাতে ঘি ছড়িয়ে দিন। একটি ফয়েল পেপার গোল করে ছোট বাতির আকৃতিতে কেটে নিয়ে তা বিরিয়ানির মাঝে ডেবে বসিয়ে দিন। এবারে তার উপরে কয়েক টুকরো জ্বলন্ত কয়লা দিয়ে তারপরে ঘি ছিটিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ১০ মিনিট দমে রান্না করে নিন। খেয়াল রাখতে হবে যেন এরমাঝে ঢাকনা কোনোভাবে ফাঁকা না থাকে, প্রয়োজনে সকল ছিদ্র বন্ধ করে নিন। ১০ মিনিট পরে ঢাকনা উঠিয়ে কয়লাভর্তি ফয়েল পেপার উঠিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে পরিবেশন করুন মজাদার স্মোকি চিকেন বিরিয়ানি।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন