ইন্টারনেটের বদৌলতে আমরা দেশ বিদেশের অনেক খাবারের সম্পর্কে জানতে পারি। ঠিক তেমনি একটি খাবার চিকেন ৬৫। পুরো দক্ষিন ভারতে স্ট্রিটফুড হিসেবে বিখ্যাত হলেও এই খাবারটির উৎপত্তি মূলত কেরালা রাজ্যে।খুব সহজেই বানানো সম্ভব এই রেসিপিটি সন্ধ্যা বা বিকেলের নাস্তায় চমৎকার একটি অপশন। তাছাড়া অতিথির আপ্যায়নেও এই খাবারটি পরিবেশন করা যায়। চলুন দেখে নেয়া যাক কিভাবে বানায় এই খাবারটি