Loading...
খাট্টা বেগুন টমেটো

গরম গরম ভাতের সাথে বেগুন ভুনা খেতে কিন্তু মন্দ নয়। আর তার সাথে যদি থাকে টমেটো তাহলে তার স্বাদ বেড়ে যায় বহুগুণ। দেখে নিন সুস্বাদু খাট্টা বেগুন টমেটো রেসিপি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১টি বড়ো বেগুন (ছোট ছোট করে কাটা)
  • ২টি টমেটো কুচি
  • ৪টি কাঁচা লঙ্কা কুচি
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
  • স্বাদ মতো লবণ
  • ১ চা চামচ চিনি
  • ১/২ কাপ ধনেপাতা কুচি
  • ৩ টেবিল চামচ সরিষার তেল
  • ১ টি পেঁয়াজ কুচি

প্রস্তুত প্রণালী

  • 1

    সবকিছু একত্রে মিশিয়ে নিন

    কড়াইতে দিল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন, ওই তেলে ধনেপাতা বাদে সব দিয়ে মিশিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। দশ মিনিট বাদে ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিন। এরপর ধনেপাতা কুচি দিয়ে আবার মিশিয়ে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখুন। তিন মিনিট পর ঢাকনা খুলে মিশিয়ে নামিয়ে নিন

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন