বর্ষাকালের ফল আনারস কৃষির বৈপ্লবিক উন্নয়নের কারণে এখন তার মৌসুমের অনেক আগেই পাওয়া যাচ্ছে।প্রচন্ড গরমে ঠান্ডা আনারসের জুস আমাদেরকে দেয় প্রশান্তির ছোয়া।টক-ঝাল-মিষ্টি আনারসের জুস যেমন খেতে সুস্বাদু,তেমনি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।পেটের যেকোনো ধরণের সমস্যায় আনারসের জুস ওষুধের মতো কাজ করে।খুব সহজেই তৈরী করে ফেলতে পারেন আনারসের জুস, সেই রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা -