Loading...
সন্ধ্যার আড্ডায় মজাদার চিজ স্টিক্স

বহির্বিশ্বে জনপ্রিয় একটি খাবার চিজ স্টিক্স। মূলত মোজারেলা চিজ দিয়ে বানানো হলেও এই নাস্তাটি  হরেক রকমের শক্ত পনির দিয়েও বানানো সম্ভব। ফাস্টফুড হিসেবে বিখ্যাত এই নাস্তাটি দিয়ে সন্ধ্যার নাস্তা সম্পন্ন করার পাশাপাশি অতিথি আপ্যায়ন করাও সম্ভব। চলুন দেখে নেয়া যাক কিভাবে সহজেই ঘরে তৈরি করা যায় মজাদার এই রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • যেকোনো ধরণের শক্ত পনির বা মোজারেলা চিজ - ৬০০ গ্রাম
  • ডিম - ৩টি
  • পুষ্টি ময়দা - আড়াই কাপ
  • ব্রেড অথবা টোস্ট ক্রাম্ব - ৪ কাপ
  • কালো গোলমরিচ গুঁড়া - ১/৪ চা চামচ
  • লবণ - ১ চিমটি
  • পুষ্টি সয়াবিন তেল - ৪ কাপ

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: চিজ কেটে ও কোটিং তৈরি করে নিন

    প্রথমে মোজারেলা চিজ বা যেকোনো ধরণের শক্ত পনিরকে স্টিক আকৃতিতে লম্বা করে কেটে নিন । এবারে একটি পাত্রে ডিম নিয়ে এতে গোলমরিচ ও লবণ দিয়ে ভালোমতো মিশিয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: চিজ স্টিক্স ভেজে নিন

    এবারে পুষ্টি ময়দার মধ্যে একটি চিজের টুকরোকে ভালোমতো মাখিয়ে কোট করে নিন। তারপরে ডিমের মিশ্রনের মধ্যে চিজের টুকরোটিকে চুবিয়ে নিন। এবারে সেই টুকরোটিকে ব্রেড বা টোস্ট ক্রাম্বে গড়িয়ে নিয়ে কোট করে নিন। একইভাবে দ্বিতীয়বার সেই টুকরোটিকে পুষ্টি ময়দা, ডিম ও ব্রেড বা টোস্ট ক্রাম্বে কোট করে নিন। একে একে সবকয়টি চিজের টুকরাকে এভাবে দুইবার করে কোট করে নিন যাতে করে এর কোটিংটি খুব ভালোভাবে চিজের সাথে লেগে থাকে। তা নাহলে ভাজার সময়ে চিজ গলে যেতে পারে। এবার স্টিকগুলোকে ফ্রিজে ১৫ মিনিটের জন্য রেখে দিন। অপর পাশে একটি কড়াইতে তেল ঢেলে গরম করে নিন। ১৫ মিনিট পর বের করে বেশি আঁচে গরম তেলে ডুবিয়ে ভেজে নিন ৩ মিনিট। এবারে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিজ স্টিক্স।

    শেষ হলে মার্ক করে রাখুন

0