লেমন-বাটার চিকেন এমন একটা রেসিপি যা
বাড়িতে তৈরি করে ফেলা সম্ভব আপনার রান্নাঘরের সাধারণ সব উপকরণ দিয়েই! এটি
বেশ সহজ একটি রেসিপি, যা আপনি শত ব্যস্ততার মাঝেও যে কোন আয়োজনে, যে কোন
দিন পরিবেশন করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার এই যে, রেসিপিটির জন্য অনেক
উপাদানের প্রয়োজন হয় না এবং খাবারটি বেশ মজাদারও হয়। কেননা এতে থাকে লেবু
এবং মাখন – যা এই রেসিপিটির আসল টুইস্ট। এমনকি এই রেসিপিটি আপনার একদম
রেগুলার একটি খাবারেও পরিণত হতে পারে, কেননা ডিনার হোক বা লাঞ্চ, এই
রেসিপিটি তৈরি করা যায় খুব সহজেই।