Loading...
নারকেল সুজির বরফি

যে কোনো বিশেষ উপলক্ষ্যকে আরেকটু স্পেশাল করে তুলতে ডেজার্টের তুলনা হয় না। নানা রকম ডেজার্টের মধ্যে নারকেল সুজির বরফি দারুণ । আজ আমরা নিয়ে এসেছি এই দারুণ মজাদার ডেজার্টের রেসিপি

প্রয়োজনীয় উপকরণঃ

  • ২ কাপ নারকেল
  • ১/৪ কাপ সুজি
  • ১ টেবিল চামচ ঘি
  • ১ কাপ দুধ
  • দেড় কাপ চিনি
  • ৮-১০ টি কাজুবাদাম
  • ১ টেবিল চামচ এলাচ গুঁড়া
  • ১/২ কাপ গুঁড়া দুধ
  • পরিমান মত লবণ

প্রস্তুত প্রণালী

  • 1

    নারকেল ও সুজি মিশিয়ে নিন

    নারকেলে পানি না দিয়ে মিক্সারের মাধ্যমে পেস্ট করে নিন। এরপর পেস্ট করা নারকেলের মধ্যে তরল দুধ ও সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এভাবে ২০-৩০ মিনিট ঢেকে রাখুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    বাকি সব উপাদান মিশিয়ে রান্না করুন

    কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে নারকেল ও সুজির মিশ্রণ দিয়ে দিন। এরপর চিনি দিয়ে মিশিয়ে নিন। এরপর সামান্য লবণ ও এলাচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। এবার ৫-৬ মিনিট মাঝারি আঁচে নাড়ুন। মিশ্রণের পানি কমে এলে অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন

    একটা পাত্রে অল্প ঘি মাখিয়ে নিন। এরপর এর মধ্যে পুরো মিশ্রণটি ঢেলে দিন। উপরে কাজুবাদাম টুকরা করে দিন। ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় এনে নিতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন