Loading...
কই মাছের দোপেঁয়াজা

গরম ভাতের সঙ্গে মাছের যেকোনো পদ হলেই জমে যায় বেশ। মাছ দিয়ে তৈরি করা যায় অনেক পদের খাবার। মাছ ভাজা, মাছের ঝোল, মাছের ভর্তা, কালিকা-কোর্মা-কাবাব তৈরি তো করা যায়ই, আরেকটি সুস্বাদু খাবার হলো মাছের দো’পেঁয়াজা। আজ চলুন জেনে নেওয়া যাক কই মাছের দো’পেঁয়াজা তৈরির রেসিপি

প্রয়োজনীয় উপকরণঃ

  • কৈ মাছ ৫০০ গ্রাম
  • টকদই ২ টেবিল চামচ
  • হলুদ আধা চা চামচ
  • মরিচ ১ চা চামচ
  • ধনে বাটা ১ চা চামচ
  • পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ
  • আদা বাটা ১ চা চামচ
  • তেজপাতা ১ টা
  • সরিষার তেল আধা কাপ
  • লবণ আন্দাজ মতো
  • কাঁচামরিচ ৮/১০ টা

প্রস্তুত প্রণালী

  • 1

    সবকিছু একত্রে মিশিয়ে ভেজে নিন

    মাছে সামান্য হলুদ, মরিচ ও লবণ মেখে হালকা ভেজে নিতে হবে। বাকি তেল গরম করে সব মসলা দিয়ে কিছুণ ভেবে দই ফেটে দিয়ে দিন। আর একটু কষিয়ে ১ কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে লবণ ও কাঁচামরিচ দিয়ে ভাজা মাছ দিয়ে দিন। ঝোল কমে তেল উপরে উঠলে নামিয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন