গরম ভাতের সঙ্গে মাছের যেকোনো পদ হলেই জমে যায় বেশ। মাছ দিয়ে তৈরি করা যায় অনেক পদের খাবার। মাছ ভাজা, মাছের ঝোল, মাছের ভর্তা, কালিকা-কোর্মা-কাবাব তৈরি তো করা যায়ই, আরেকটি সুস্বাদু খাবার হলো মাছের দো’পেঁয়াজা। আজ চলুন জেনে নেওয়া যাক কই মাছের দো’পেঁয়াজা তৈরির রেসিপি