কোরবানির ইদের পর দিন, সকালের নাস্তায় সবাই খোঁজে একটু আলাদা কিছু। সকাল বেলার নাস্তায় গরুর মাংসের নেহারি খুবই জনপ্রিয়। তবে নতুনত্ব আনতে ট্রাই করে দেখতে পারেন গরুর মাংসের সুরুয়া বা গরুর মাংসের স্যুপ। হোটেল বা রেস্টুরেন্ট গুলোতে সকালের নাস্তা হিসেবে মুরগীর স্যুপের মতোই এই গরুর স্যুপ। এটি নান, লুচি কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগে।