বিদেশি এক জনপ্রিয় খাবার চিলি চিকেন, যা আমরা হরহামেশাই খেয়ে থাকি। চিলি চিকেনের একটি ভিন্নধর্মী রেসিপি হলো মাশরুম গার্লিক চিলি চিকেন উইথ হানি। ঝালের সাথে মধুর মিষ্টতা; আর সেইসাথে জুসি চিকেন আর মাশরুম এই খাবারকে দেয় এক অনন্য স্বাদ। জিভে জল আনা স্বাদের পাশাপাশি খাবারটি যথেষ্ট স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণ সম্পন্ন। তাই অনায়াসে যেকোনো বয়সীরাই খেতে পারেন এই খাবারটি।
কেমন হয় মজাদার এই ডিশটি যদি বাড়িতেই তৈরি করে নেয়া যায়? খুব সহজে কিছু সাধারণ স্টেপ ফলো করে আপনিও বাড়িতেই রান্না করতে পারেন দারুণ মজাদার মাশরুম গার্লিক চিলি চিকেন উইথ হানি। চলুন চট করে জেনে নেই এই রান্নার পুরো প্রস্তুত প্রণালী।