Loading...
অতিথি আপ্যায়নে সুস্বাদু মাটন গ্লাসি

বিশেষ দিনে বা উপলক্ষে খাসির মাংস বা মাটন খাওয়া বাঙালি খাদ্যাভ্যাসের বেশ পুরোনো একটি অংশ।কোনো অতিথি আপ্যায়নে, কোনো উৎসবে বা শুভক্ষণে মাটন ছাড়া যেন জমেই না। মোগল আমলের ঢাকার রসনাবিলাসের একটি হারিয়ে যাওয়া অংশ হলো মাটন গ্লাসি।বাসায় যেকোনো উপলক্ষে সহজেই তৈরী করতে পারেন এই মাটন গ্লাসি।আজকে আপনাদের জন্য রয়েছে এই রেসিপি-

প্রয়োজনীয় উপকরণঃ

  • বড় করে কাটা খাসির মাংস - ১ কেজি
  • পেঁয়াজ বাটা - আধা কাপ
  • আদা বাটা - সোয়া এক কাপ
  • রসুন বাটা - ২ টেবিল চামচ
  • কাজু বাদাম বাটা - ১ টেবিল চামচ
  • কিশমিশ - ১ টেবিল চামচ
  • ঘি - ৩ টেবিল চামচ
  • এলাচি - ৪টি
  • দারচিনি - ৪টি
  • জয়ফল গুঁড়া - সোয়া এক চা চামচ
  • জয়ত্রী - ১টি
  • তরল দুধ - দেড় কাপ
  • গুঁড়া দুধ - আধা কাপ
  • পেঁয়াজ কুচি - আধা কাপ
  • কাঁচা মরিচ চেরা - ৮/১২টি
  • সরিষার তেল - আধা কাপ
  • লবণ - স্বাদমতো
  • লং- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    মশলা টেলে গুঁড়ো করে নিন

    প্রথমে এলাচি,দারচিনি,লং,জয়ত্রী,জয়ফলকে চুলায় টেলে শুকিয়ে নিতে হবে।তারপরে মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মেরিনেট করে নিন

    এরপরে খাশির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে তাতে পেঁয়াজ বাটা,রসুন বাটা,আদা বাটা,গুঁড়ো করা মশলাগুলো,দুধ,গুঁড়ো দুধ,কাজু বাদাম বাটা,কিশমিশ,লবন ও তেল দিয়ে মেরিনেট করতে হবে।মেরিনেটের সময় হবে ৪ থেকে ২৪ ঘন্টার মতো।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    পেঁয়াজ ভেজে নিন

    একটি কড়াইতে ৩ টেবিল চামচ ঘি নিয়ে তা গরম করে সেখানে পেঁয়াজ কুচিগুলো সোনালী রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 4

    সব মসলা মিশিয়ে রান্না করে নিন

    সেই কড়াইতে মেরিনেট করা মাংস দিয়ে ২ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে মিনিট বিশেকের জন্য।২০ মিনিট পরে ঢাকনা উল্টিয়ে মাংসগুলো নেড়ে আবার ঢেকে দিতে হবে যাতে মাংসগুলো কড়াইয়ের সাথে একদম লেগে না যায়।এভাবে প্রতি ২০ মিনিট পর পর ঢাকনা উল্টিয়ে মাংসগুলো নেড়ে আবার ঢেকে দিতে হবে। এই কাজটি করতে হবে মাংসগুলো ঠিকমতো রান্না হওয়া পর্যন্ত। যা সাধারণত দেড় ঘন্টার মতো সময় নেয়।সবশেষে নামিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার মতন গ্লাসি।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন