এই গরমে আইসক্রিম খেতে চায় না এমন মানুষ নেই বললেই চলে, কাঠফাটা রোদে আইসক্রিম দেয় তৃপ্তি ও প্রশান্তি। ছোটো বড়ো সবার পছন্দের তালিকায় রয়েছে চকবার আইসক্রিম। সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফিরে যদি পাওয়া যায় একটা হোমমেড চকবার তাহলে তো কথাই নেই। হোমমেড আইসক্রিম বাজারের যেকোনো প্যাকেটজাত আইসক্রিম থেকে বেশি স্বাস্থ্যকর ও সুস্বাদু।
চলুন দেরি না করে দেখে নেই, ঘরে কি করে খুব সহজে তৈরি করবেন চকবার আইসক্রি