মুসাকা মূলত একটি ঐতিহ্যবাহী গ্রিক খাবার। মাংসের সাথে টমেটো,আলু এবং বেগুনের একটি অপূর্ব সংমিশ্রণ এই খাবারটি। চুলা থেকেই তৈরি করে উপভোগ করতে পারবেন গরম এবং তাজা বিফ মুসাকা। কোরবানি ঈদে মাংসের একঘেয়েমিতা কাটাতে বিফ মুসাকা তৈরি করে খাবারের আইটেমে আনতে পারেন নতুনত্ব। চলুন দেখে নেওয়া যাক বিফ মুসাকা রেসিপিটি-