ইফতারের সময় শরবত এমন একটি আইটেম যা রোজার কষ্ট কমিয়ে দিতে পারে অনেকখানি। লেবুর শরবত সাধারণত বাসায় বেশি করা হয়ে থাকে। এই একঘেয়েমিতা দূর করতে ঘরে থাকা চা-চিনি-লেবু দিয়ে তৈরি করুণ রিফ্রেশিং লেমন আইস টি, যা শরীরের পানির ঘাটতি পূরন করবে এবং এর স্বাদের প্রশংসায় আপনার মনও সন্তুষ্ট থাকবে।