জন্মদিন এবং বিবাহের মতো বিশেষ অনুষ্ঠানে দুগ্ধজাত মিষ্টি রেসিপি হিসেবে বরফি অতুলনীয়। গ্লুটেন ফ্রি এই বেক ডেজার্টটি অত্যন্ত সুস্বাদু এবং খুব সহজেই তৈরি করা যায়। চলুন দেখে নেয়া যাক বরফি তৈরির প্রক্রিয়াটি
জন্মদিন এবং বিবাহের মতো বিশেষ অনুষ্ঠানে দুগ্ধজাত মিষ্টি রেসিপি হিসেবে বরফি অতুলনীয়। গ্লুটেন ফ্রি এই বেক ডেজার্টটি অত্যন্ত সুস্বাদু এবং খুব সহজেই তৈরি করা যায়। চলুন দেখে নেয়া যাক বরফি তৈরির প্রক্রিয়াটি
প্রয়োজনীয় উপকরণঃ
প্রস্তুত প্রণালী
যে বাটিতে বরফিগুলো রাখা হবে সেটিতে ঘি মেখে নিতে হবে, যেন বরফিগুলো পাত্রের গায়ে লেগে না যায়।
শেষ হলে মার্ক করে রাখুন
মিডিয়াম লো আঁচে চুলায় একটি ননস্টিক হাড়ি বসিয়ে নিয়ে তাতে চার টেবিল চামচ ঘি, হাফ কাপ দুধ, হাফ কাপ চিনি ঢেলে এক মিনিট যাবত মিশিয়ে নিন।
শেষ হলে মার্ক করে রাখুন
এরপর মিশ্রণটিতে ২ কাপ পাউডার দুধ ঢেলে নিন। ৪-৫ মিনিট পর্যন্ত নেড়ে একত্রে মিশিয়ে নিন যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ঘন হয়। কিছুক্ষন পর মিশ্রণটিতে ১/৪ চা চামচ এলাচ গুঁড়া এবং ১/৪ চা চামচ কেওড়া জল দিয়ে দিন। এই মিশ্রণটিকেও চুলায় রেখে ৭/৮ মিনিট ধরে নাড়ুন।
শেষ হলে মার্ক করে রাখুন
এবার মিশ্রণটিকে ঘি মাখা পাত্রে ঢালুন এবং উপরে বাদাম কুঁচি ছিটিয়ে দিন। স্প্যাচুলা দিয়ে সমান করে লেপ্টে নিন।
শেষ হলে মার্ক করে রাখুন
এবারে রুম টেম্পারেচারে মিশ্রণসহ পাত্রটিকে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে নিন। এক্ষেত্রে সহজে কাটার জন্য ছুরির গায়ে ঘি মেখে নিতে পারেন।
শেষ হলে মার্ক করে রাখুন
আপনিও এইগুলি পছন্দ করতে পারেন