Loading...
নম্বু কাঞ্জি রেসিপি

দক্ষিণ ভারতের মুসলমানদের কাছে দারুণ জনপ্রিয় একটি খাবার নম্বু কাঞ্জি। রমজান মাসে প্রায় প্রতিদিন ইফতারে নম্বু কাঞ্জি পরিবেশন করা হয়। পুষ্টি হোম শেফ এ আজ দেখে নিন কীভাবে রান্না করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার নম্বু কাঞ্জি

প্রয়োজনীয় উপকরণঃ

  • পুষ্টি সয়াবিন তেল - ২ টে. চামচ
  • জিরা - ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুচি - ১ কাপ
  • ঘি - ১ চা চামচ
  • আদা বাটা - ১ চা চামচ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • কাঁচামরিচ - ৪টি
  • হাড় ছাড়া গরুর মাংস - ২০০ গ্রাম
  • পুষ্টি চিনিগুঁড়া চাল - ১ কাপ
  • মুগ ডাল - ১ কাপ
  • টমেটো কুচি - ১টি
  • পুদিনা পাতা - ১ চা চামচ
  • ধনিয়া পাতা - ১ চা চামচ
  • লবণ - পরিমাণমতো
  • পানি - ১.৫ লিটার
  • নারিকেলের দুধ বা তরল দুধ - ১/২ কাপ
  • গোলমরিচ - স্বাদমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    রন্ধন কার্যক্রম সম্পন্ন করুন

    একটি হাড়িতে পুষ্টি সয়াবিন তেল দিয়ে এতে জিরা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপরে এতে ঘি, আদা বাটা, রসুন বাটা ও কাঁচামরিচ দিয়ে সব ভালোভাবে নেড়ে নিন। এরপরে আরেকটি পাত্রে গরুর মাংস ভালোভাবে ভেজে নিয়ে হাড়িতে দিয়ে দিন। এরপরে পুষ্টি চিনিগুঁড়া চাল ও মুগ ডাল দিয়ে ভালোমতো মিশিয়ে নিন। এবার এতে টমেটো কুচি,পুদিনা পাতা, ধনিয়া পাতা ও লবণ দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে পানি দিয়ে নেড়ে ৪০ মিনিট মিডিয়াম তাপে ঢেকে রেখে দিন। এবার এতে নারকেলের দুধ বা তরল দুধ, লবণ ও সামান্য গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ২-৪ মিনিট মিডিয়াম তাপে রাখুন। তৈরি হয়ে গেলো দক্ষিণ ভারতীয় খাবার নম্বু কাঞ্জি।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন

চিকেন সিজার র‍্যাপ

ডাল মাখনি

ডিমের হালুয়া