দক্ষিণ ভারতের মুসলমানদের কাছে দারুণ জনপ্রিয় একটি খাবার নম্বু কাঞ্জি। রমজান মাসে প্রায় প্রতিদিন ইফতারে নম্বু কাঞ্জি পরিবেশন করা হয়। পুষ্টি হোম শেফ এ আজ দেখে নিন কীভাবে রান্না করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার নম্বু কাঞ্জি
দক্ষিণ ভারতের মুসলমানদের কাছে দারুণ জনপ্রিয় একটি খাবার নম্বু কাঞ্জি। রমজান মাসে প্রায় প্রতিদিন ইফতারে নম্বু কাঞ্জি পরিবেশন করা হয়। পুষ্টি হোম শেফ এ আজ দেখে নিন কীভাবে রান্না করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার নম্বু কাঞ্জি
প্রয়োজনীয় উপকরণঃ
প্রস্তুত প্রণালী
একটি হাড়িতে পুষ্টি সয়াবিন তেল দিয়ে এতে জিরা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপরে এতে ঘি, আদা বাটা, রসুন বাটা ও কাঁচামরিচ দিয়ে সব ভালোভাবে নেড়ে নিন। এরপরে আরেকটি পাত্রে গরুর মাংস ভালোভাবে ভেজে নিয়ে হাড়িতে দিয়ে দিন। এরপরে পুষ্টি চিনিগুঁড়া চাল ও মুগ ডাল দিয়ে ভালোমতো মিশিয়ে নিন। এবার এতে টমেটো কুচি,পুদিনা পাতা, ধনিয়া পাতা ও লবণ দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে পানি দিয়ে নেড়ে ৪০ মিনিট মিডিয়াম তাপে ঢেকে রেখে দিন। এবার এতে নারকেলের দুধ বা তরল দুধ, লবণ ও সামান্য গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ২-৪ মিনিট মিডিয়াম তাপে রাখুন। তৈরি হয়ে গেলো দক্ষিণ ভারতীয় খাবার নম্বু কাঞ্জি।
শেষ হলে মার্ক করে রাখুন
আপনিও এইগুলি পছন্দ করতে পারেন