জাপানের সবচেয়ে জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত সুশি। এর স্বাদ ও জনপ্রিয়তার কারণে শুধু জাপানেই নয়, অন্যান্য দেশেও সমান জনপ্রিয়। চাল, ভিনেগার আর সামুদ্রিক মাছ দিয়ে তৈরি সুশি সাধারণত ছোটো ছোটো রোল আকারে পরিবেশন করা হয়। সারা বিশ্বের মতো আমাদের দেশেও ক্রমশ বাড়ছে সুশির কদর। এখন ঢাকায় অনেক রেস্তোরাঁতেই কিনতে পাওয়া যায় এই খাবার। আপনি কিন্তু চাইলে ঘরে বসেই মুখরোচক ও ভিন্নধর্মী এই খাবারটি তৈরি করে চমকে দিতে পারেন আপনার প্রিয়জনদের। কীভাবে? সেটা নিয়েই আমরা আলোচনা করবো আজ।