বাড়িতে তৈরি বেগুনি অনেক ক্ষেত্রেই মচমচে হয় না। তাই সহজ সমাধান হিসেবে আমরা বাইরে থেকে কিনে আনি অস্বাস্থ্যকর তেলে ভাজা বেগুনি। বেগুনি মচমচে হওয়ার আসল কৌশল লুকানো থাকে এর বেসনের মিশ্রণে। তাই আজ আপনার জন্য থাকছে ঘরেই খুব সহজে মচমচে বেগুনি বানানোর রেসিপি, যা অনুসরণ করলে বেগুনি হবে সুস্বাদু ও দারুণ মচমচে।