চকলেট আর কেক এমন দুটি খাবার যা ছোট থেকে বড় সকলেরই প্রিয়। এই খাবার দুটির কম্বিনেশনে বানানো চকলেট কেক অনেক বিখ্যাত একটি ডেজার্ট। মজাদার এই খাবারটিকে আরো দ্বিগুন মজাদার করে তোলে চকলেট লাভা কেক। এই কেকের বিশেষত্ব হলো এটি কাটলে এর ভেতর থেকে তরল চকলেট গড়িয়ে পড়ে। যা কেকটিকে আরো বেশি সুস্বাদু করে তোলে। চলুন দেখে নেয়া যাক কিভাবে বানানো হয় চকলেট লাভা কেক।