বাচ্চারা মাঝেমধ্যেই রেগুলার রান্না করা খাবার গুলো টেবিলে দেখলে খেতে চায় না, আবার একই ধরনের মসলায় রান্না করা খাবার খেতে তাদের অরুচি হয়। আর ক্ষুদে রোজাদারদের একটু আলাদা বা অন্যরকম কিছু দিলে তা ইফতার বা সেহেরিতে খেতে আগ্রহ পাবে এবং তা যদি পুষ্টিকর হয় তাহলে তো মা’দের চিন্তাও দূর হয় অনেকখানি।