গ্রীষ্মকালে প্রকৃতির দেয়া সবচেয়ে চমৎকার উপহারটি হচ্ছে তরমুজ।প্রচন্ড তাপে বড়,রসালো এই ফলটি আমাদেরকে দেয় দুদণ্ড শান্তি। অসহনীয় গরমে তরমুজ হয়ে ওঠে আমাদের জন্য একটি বিশাল বড় আশীর্বাদ। সারাদিনের পরিশ্রম শেষে তরমুজের জুস আমাদেরকে দেয় সতেজতার এক দারুন আভাস।তাই আপনাদের জন্য আজকের রেসিপি তরমুজের জুস -