Loading...
গরমে প্রশান্তি তরমুজের জুস

গ্রীষ্মকালে প্রকৃতির দেয়া সবচেয়ে চমৎকার উপহারটি হচ্ছে তরমুজ।প্রচন্ড তাপে বড়,রসালো এই ফলটি আমাদেরকে দেয় দুদণ্ড শান্তি। অসহনীয় গরমে তরমুজ হয়ে ওঠে আমাদের জন্য একটি বিশাল বড় আশীর্বাদ। সারাদিনের পরিশ্রম শেষে তরমুজের জুস আমাদেরকে দেয় সতেজতার এক দারুন আভাস।তাই আপনাদের জন্য আজকের রেসিপি তরমুজের জুস -

প্রয়োজনীয় উপকরণঃ

  • তরমুজ - ৫০০ গ্রাম
  • চিনি - স্বাদমতো
  • বিটলবণ - স্বাদমতো
  • পুদিনাপাতা - পরিমাণমতো
  • বরফ - পরিমাণমতো
  • পানি - পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: তরমুজ কেটে নিন

    প্রথমে তরমুজটিকে কেটে কয়েক টুকরো করে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: সব একসাথে ব্লেন্ড করে নিন

    তারপরে একটি ব্লেন্ডারে একে একে তরমুজের টুকরো, স্বাদমতো চিনি,স্বাদমতো বিটলবণ,পরিমাণমতো পুদিনাপাতা,পরিমাণমতো পানি ও বরফের টুকরো দিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিন। তারপরে একটি ছাকনি দিয়ে জুসটি ছেকে গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা তরমুজের জুস।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন