মাছে ভাতে বাঙালির কাছে মাছের সব আইটেমই প্রিয়। তাই মাছ দিয়ে যদি ভিন্ন কিছু চেষ্টা করা হয় তবে মন্দ নয়। মাছের একটু ভিন্ন রকম আইটেম হল মাছের পাকোড়া। সাধারণত স্ন্যাক্স হিসেবে খাওয়া হলেও পোলাও এর সাথে সাইড ডিশ হিসেবেও খাওয়া যায় এটি। চলুন দেখে নেওয়া যাক মাছে পাকোড়া রেসিপি।