গ্রীষ্মকালের প্রচন্ড গরমে আম পাকে, বাজার সয়লাভ হয়ে উঠে নানা ধরণের আমে।ফলের রাজা এই মিষ্টি রসালো ফলটি আমাদেরকে দেয় এই প্রচন্ড তাপে স্বস্তির আভাস।প্রচন্ড এই উত্তাপে ঠান্ডা ম্যাংগো মিল্কশেক যেন অমৃততুল্য।স্বল্প সময়ে খুব সহজেই বানানো যায় এই ম্যাংগো মিল্কশেক।সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরছি আজকে -