খেতে মজা একইসাথে স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী এমন একটি রেসিপি হলো চিংড়ি দিয়ে আলু করলা ভাজি। করলা ভাজির উপকারিতা অনেক সেই সাথে করলা ভাজি রান্নার পদ্ধতি ও অনেক সহজ। অনেকেই তিতার কারণে করলা খেতে চায় না, করল্লার রং সবুজ রেখেই তিতা ছাড়া করলা ভাজির রেসিপিটি তাদের জন্য একদম পারফেক্ট।