Loading...
রূপচাঁদা মাছের দোপেঁয়াজা


মাছে ভাতে বাঙালির জন্য অন্যতম প্রিয় একটি ডিশ হলো মাছের দোপেঁয়াজা। রুই, কাতলা, ইলিশ মাছের দোপেঁয়াজা প্রায় সবসময়ই রান্না হয় প্রতিটি পরিবারে। অন্যদিকে সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদা মাছটি আমাদের এখানে অনেক বেশি জনপ্রিয়, তাই এর দোপেঁয়াজা রেসিপি হলে মন্দ হয় না। রূপচাঁদা মূলত পুরোটা সার্ভ করা হয়, দেখতে খুবই আকর্ষণীয় বলে মেহমান আপ্যায়ণেও ভালো একটি আইটেম।


চলুন দেখে নি রূপচাঁদা মাছের দোপেঁয়াজার একটি রেসিপি যা তৈরি করতে পারবেন খুব সহজে।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ২ টি রূপচাঁদা মাছ (২ টি আধা কেজি)
  • ২/৩ চা চামচ মরিচ গুঁড়া
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  • ১/২ চা চামচ লবণ
  • ২ চা চামচ লেবুর রস
  • ২/৩ কাপ পেঁয়াজ কুচি
  • ৪ টি কাঁচামরিচ
  • ১ টি টমেটো কুচি (মাঝারি সাইজ)
  • ১/২ চা চামক রসুন বাটা
  • ১ চা চামচ মরিচ গুঁড়া
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  • ১/২ চা চামচ জিরা গুঁড়া
  • ২ টেবিল চামচ ধনিয়াপাতা কুঁচি
  • ১/৪ কাপ তেল
  • স্বাদমতো লবণ

প্রস্তুত প্রণালী

  • 1

    মাছ কাটা, ধোয়া ও মেরিনেট

    রূপচাঁদা মাছে কোনো আঁশ থাকে না, তাই প্রথমে পাখা গুলো কেটে পেটের নাড়ি-ভুঁড়ি পরিষ্কার করে মাছের গায়ে ছুরি দিয়ে লম্বা লম্বা দাগ কেটে নিতে হবে। গন্ধ চলে যাওয়া অব্দি মাছ গুলো খুব ভালো ভাবে ধুয়ে নিতে হবে । একটি পাত্রে মাছ দুটি নিয়ে তাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও লেবুর রস দিয়ে মেখে নিতে হবে যেন মাছের গায়ে, কাটা দাগগুলোয় এবং পেটের ভেতর মসলা ঢুকে। এভাবে মসলা মেখে রেখে দিতে হবে ২০-৩০ মিনিট।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মাছ ভাজা

    একটি কড়াইয়ে তেল নিয়ে চুলার আঁচ বাড়িয়ে ধোঁয়া ওঠা পর্যন্ত তেল গরম করে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে মাঝারি করে একে একে দুইটি মাছ তেলে ছেড়ে দিতে হবে। মাছের উভয় পাশ ৫ মিনিট করে ভেজে মাছ দুটি তুলে নিতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    দোপেঁয়াজা রান্না

    মাছ তুলে নেওয়ার পর একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে নরম হয়ে আসলে তাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া,লবণ ও জিরা গুঁড়া দিয়ে মৃদু আঁচে আরও ৫-৭ মিনিট ভাজতে হবে, মসলা ভাজার সুগন্ধ ছড়ালে এতে টমেটো কুঁচি, রসুন বাটা , কাঁচামরিচ ফালি ও ২ টেবিল চামচ পানি দিয়ে আরও ৬-৭ মিনিট রান্না করে, ভাজা মসলা পাত্রের একপাশে নিয়ে খালি জায়গায় একটি মাছ বসিয়ে দিন। এবার তার উপর ভাজা মসলাগুলো উঠিয়ে দিতে হবে, অন্য পাশে আরেকটি মাছ দিয়ে তার উপরও মসলা দিয়ে চুলার আঁচ মাঝারি করে এতে ৪ টেবিল চামচ পানি দিয়ে পাত্রটি ঢেকে রান্না করতে হবে ৫-৭ মিনিট। ঢাকনা তুলে তাতে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে পরিবেশণ করুন ভাত কিংবা পোলাওয়ের সাথে।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন