Loading...
মজাদার সামুদ্রিক টুনা স্টেক কারি

সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে মজাদার মাছ হলো টুনা মাছ। সুপারশপে পাওয়া যায় এই মজাদার মাছটি খেতে বেশ সুস্বাদু। চমৎকার এই মাছটি দিয়ে রান্না করা যায় মজাদার সব রেসিপি। আজকে পুষ্টি হোমশেফের আয়োজন এই টুনা মাছের স্টেক নিয়েই -

প্রয়োজনীয় উপকরণঃ

  • টুনা মাছ - ১/২ কেজি
  • সয়া সস - ৫ টেবিল চামচ
  • চিনি - স্বাদমতো
  • লবণ - স্বাদমতো
  • কালো গোলমরিচ গুঁড়া - স্বাদমতো
  • ওয়েস্টার সস - ২ টেবিল চামচ
  • গার্লিক পাউডার - ১ চা চামচ
  • রসুন কুচি - ১ চা চামচ
  • পেঁয়াজ কুচি - ১ মুঠো
  • লেবুর রস - ১টি
  • মাখন - ১ বার

প্রস্তুত প্রণালী

  • 1

    ধাপ ১: মাছ কেটে নিন

    প্রথমে টুনা মাছগুলোকে ভালো করে ধুয়ে মাংসের মতো ছোট ছোট কয়েক টুকরো করে কেটে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ধাপ ২: মেরিনেট করে নিন

    একটি বোলে ৫ টেবিল চামচ সয়া সস, ২ টেবিল চামচ চিনি, স্বাদমতো কালো গোল মরিচগুঁড়া,লবণ, ১টি লেবুর রস, ২ টেবিল চামচ ওয়েস্টার সস, ১ চা চামচ গার্লিক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপরে এতে মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মেখে নিয়ে মাছগুলোকে সেলোফেন দিয়ে ঢেকে মাছকে ১-২ ঘন্টা বা সারারাত মেরিনেট করে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ধাপ ৩: মাছ রান্না করুন

    একটি কড়াইকে চুলায় বসিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। তারপরে তাতে মাখনের টুকরো দিয়ে তা গলিয়ে তাতে মাছগুলো দিয়ে উল্টেপাল্টে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপরে মাছগুলোকে উঠিয়ে কড়াইতে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে তা হালকা ভেজে নিন। এরপরে এতে মেরিনেটের সস দিয়ে তা কিছুক্ষন জ্বাল দিয়ে নিন। এরপরে এতে মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেরে পরিবেশন করুন মজাদার টুনা স্টেক কারি।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন