Loading...
মজাদার স্বাদের চিকেন চপ সুয়ে বাই কাকলি কলি

চপ সুয়ে হলো চাইনিজ এক ধরণের নুডলসের রেসিপি যা খেতে বেশ সুস্বাদু। আমেরিকায় বিভিন্ন চাইনিজ অভিবাসীরা যখন আসেন তখন তারা তাদের এই ঐতিহ্যবাহী খাবারটিও নিয়ে আসেন। যা কালের বিবর্তনের সাথে আমেরিকার সংস্কৃতির সাথে মিশে তৈরি করে একটি ভিন্ন ধারার রেসিপি। সেই রেসিপিটিই হলো আমেরিকান চপ সুয়ে। দেখে নিন কিভাবে বাসায় খুব সহজেই তৈরি করবেন এই মজাদার রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • এগ নুডল্‌স - ১ প্যাকেট
  • হাড়বিহীন মুরগির বুকের মাংস - দেড় কাপ
  • জুলিয়ান কাট গাজর - আধা কাপ
  • গ্রেট করা ক্যাপসিকাম কুঁচি - আধা কাপ
  • বাঁধাকপি কুঁচি - আধা কাপ
  • কর্ণফ্লাওয়ার - ১ টে. চামচ
  • পেঁয়াজ কুঁচি - আধা কাপ
  • রসুন কুঁচি - ১ চা চামচ
  • টমেটো কেচাপ - আধা কাপ
  • গোলমরিচের গুঁড়া - ১ চা চামচ
  • পাপরিকা - ১ চা চামচ
  • লবণ - স্বাদমতো
  • তেল - পরিমাণমতো
  • ডিম - ১টি
  • ধনিয়াপাতা কুঁচি - পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: নুডল্‌স তৈরি করে নিন

    প্রথমে নুডল্‌স পানিতে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। পুরো পানি ঝরে গেলে ডুবো তেলে একবারে সবটা নুডলস দিয়ে ভেজে পাখির বাসার মতো একটি খাঁচা তৈরি করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: সবজি রান্না করে নিন

    অন্য একটি পাত্রে সিকি কাপ তেল দিন। এবার এতে পেঁয়াজ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে দিন। একটু নরম হলে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে ভুনতে থাকুন। এবার এতে লবণ, পাপরিকা ও গোলমরিচের গুঁড়া ও টমেটো কেচাপ দিয়ে ৭/৮ মিনিট রান্না করুন। এবার গাজর, ক্যাপসিকাম কুঁচি, বাঁধাকপি কুঁচি ও ধনিয়াপাতা কুঁচি দিয়ে দিন। শেষে কর্ণফ্লাওয়ার একটু পানিতে গুলে নিয়ে ঢেলে দিয়ে নেড়ে নামিয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ: পরিবেশন করে নিন

    একটি কড়াইতে ডিম পোচ করে নিন। এবার নুডলস ভাজা নেস্টের ওপর রান্না করা মুরগি এবং ওপরে ডিম পোচ দিয়ে গরম গরম পরিবেশন করুন আমেরিকান চপ সুয়ে।

    শেষ হলে মার্ক করে রাখুন

0