চপ সুয়ে হলো চাইনিজ এক ধরণের নুডলসের রেসিপি যা খেতে বেশ সুস্বাদু। আমেরিকায় বিভিন্ন চাইনিজ অভিবাসীরা যখন আসেন তখন তারা তাদের এই ঐতিহ্যবাহী খাবারটিও নিয়ে আসেন। যা কালের বিবর্তনের সাথে আমেরিকার সংস্কৃতির সাথে মিশে তৈরি করে একটি ভিন্ন ধারার রেসিপি। সেই রেসিপিটিই হলো আমেরিকান চপ সুয়ে। দেখে নিন কিভাবে বাসায় খুব সহজেই তৈরি করবেন এই মজাদার রেসিপিটি।