Loading...
মিষ্টি সুস্বাদু লিচুর জুস

গ্রীষ্মকালে বাজারে যেসব ফল পাওয়া যায় তার মধ্যে অন্যতম মজাদার ফল হলো লিচু। ছোট-মিষ্টি এই রসালো ফলটি খেতে দারুন সুস্বাদু। লিচু দিয়ে বানানো জুস সকলের ভীষণ প্রিয় একটি খাবার । ঘরেই খুব সহজেই বানানো সম্ভব এই রেসিপিটি। দেখে নেয়া যাক কিভাবে খুব সহজে বানানো যায় লিচুর জুস

প্রয়োজনীয় উপকরণঃ

  • লিচু - ১০টি
  • পানি - পরিমাণমতো
  • চিনির গুঁড়া - ৪ টেবিল চামচ
  • লবণ - এক চিমটি
  • পুদিনা পাতা -৮/১০ টি
  • লেবুর রস - ১টি
  • বরফ - পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: লিচু প্রস্তুত করুন

    একটি বাটিতে লিচুগুলো নিয়ে তার খোসা ও বিচি ছাড়িয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ:জুস তৈরি করুন

    ব্লেন্ডারে একে একে লিচু,পানি, চিনির গুঁড়া, লবণ, পুদিনা পাতা, লেবুর রস ও বরফ দিয়ে তা ১-২ মিনিট ব্লেন্ড করে নিয়ে নিন। এরপরে তা একটি ছাকনি দিয়ে ছেঁকে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা লিচুর জুস

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন