মালাবার চিকেন কারি, নামটা শুনতে হয়ত একদমই নতুন লাগছে। ঠিক তাই, এটি আমাদের দেশীয় কোনো খাবার নয়। সাউথ ইন্ডিয়ার খুবই জনপ্রিয় মালিয়ালি আইটেম এটি। শুধু মুরগি নয় যেকোনো মাংস-মাছ, এমন কি সবজিরও মালাবার কারি হয়। নারিকেল ও কারিপাতা একে আমাদের দেশীয় মুরগি রান্নার স্বাদ থেকে আলাদা করে।
সবসময় মুরগি ভুনা বা আলু-মুরগি ঝোল না খেয়ে মাঝে মধ্যে নতুন কিছু চেষ্টা করে দেখতে পারেন। গরম ভাত বা পোলাও যেকোনো কিছুর সাথে খেতে দারুণ লাগবে।চলুন দেখে নেই কিভাবে তৈরি হয় এই মালাবার কারি।