Loading...
মালাবার চিকেন কারি

মালাবার চিকেন কারি, নামটা শুনতে হয়ত একদমই নতুন লাগছে। ঠিক তাই, এটি আমাদের দেশীয় কোনো খাবার নয়। সাউথ ইন্ডিয়ার খুবই জনপ্রিয় মালিয়ালি আইটেম এটি। শুধু মুরগি নয় যেকোনো মাংস-মাছ, এমন কি সবজিরও মালাবার কারি হয়। নারিকেল ও কারিপাতা একে আমাদের দেশীয় মুরগি রান্নার স্বাদ থেকে আলাদা করে। 

সবসময় মুরগি ভুনা বা আলু-মুরগি ঝোল না খেয়ে মাঝে মধ্যে নতুন কিছু চেষ্টা করে দেখতে পারেন। গরম ভাত বা পোলাও যেকোনো কিছুর সাথে খেতে দারুণ লাগবে।চলুন দেখে নেই কিভাবে তৈরি হয় এই মালাবার কারি।  

প্রয়োজনীয় উপকরণঃ

  • মালাবার মসলা তৈরিঃ
  • ১.৫ টেবিল চামচ গোটা ধনিয়া
  • ২ চা চামচ গোটা জিরা
  • ৫-৬ টি ঝাল শুকনা মরিচ
  • ৫-৬ টি মিষ্টি শুকনা মরিচ
  • ২ টুকরা দারুচিনি
  • ৫ টি এলাচ
  • ৫ টি লবঙ্গ
  • ১.৫ চা চামচ মৌরি
  • ৩ টেবিল চামচ পানি
  • রান্নার উপকরণঃ
  • ১ কেজি মুরগির মাংস
  • ১ কাপ নারিকেল বাটা
  • ১ চা চামচ হলুদ গুঁড়া
  • ১.৫ চা চামচ মরিচ গুঁড়া
  • ১.৫ টেবিল চামচ আদা বাটা
  • ১ টেবিল চামচ রসুন বাটা
  • ১/২ কাপ পেঁয়াজ কুচি
  • ১/৪ কাপ টমেটো কুচি
  • ১/২ চা চামচ গোটা জিরা
  • ৪ টি কাঁচা মরিচ
  • ৭-৮ টি কারিপাতা
  • ১ কাপ নারিকেলের দুধ
  • ২/৩ চা চামচ গরম মসলার গুঁড়া
  • ৩ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা
  • স্বাদমতো লবণ
  • ১/৩ কাপ সয়াবিন তেল

প্রস্তুত প্রণালী

  • 1

    মসলা তৈরি ও মাংস মেরিনেট

    মালাবার মসলার সকল উপকরণ একটি শুকনা তাওয়াতে সুগন্ধ ছড়িয়ে মসলা মচমচে হওয়া পর্যন্ত মৃদু আঁচে টেলে নিন। এরপর সব মসলা কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে পিষে একটি পেস্ট তৈরি করে নিন। পেস্ট করা মসলা ও লবণ দিয়ে মুরগি মেখে রাখুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মূল রান্না

    একটি পাতিলে তেল গরম করে নিন। তাতে আস্তো জিরা ও কারি পাতা ফোঁড়ন দিয়ে এতে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। বাদামী হয়ে আসলে রসুন বাটা,আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো করে ৫ মিনিট কষিয়ে নিন। কষানো মসলায় টমেটো দিয়ে তা সেদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত আরও একবার কষিয়ে নিন। কষানো হলে তেল উপরে ভেসে উঠলে এতে নারিকেল বাটা দিয়ে মৃদু আঁচে কষাতে হবে পুনরায় উপরে তেল ভেসে উঠা পর্যন্ত। উপরে তেল ভেসে উঠলে মেরিনেট করা মুরগি দিয়ে চুলার আঁচ মাঝারি করে খুব ভালো করে নেড়ে চেড়ে মুরগি কষাতে হবে ১০-১৫ মিনিট। এরপর এতে নারিকেলের দুধ দিয়ে ঢেকে রান্না করুন মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে আসলে এতে কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন আরও ৫ মিনিট। মাংস সেদ্ধ হলে নামিয়ে উপরে বেরেস্তা ও ধনিয়া পাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন