মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলেই প্রথমে মাথায় আসে চকলেটের কথা। তাই হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে খুব বেশি আয়োজন না করেও বানিয়ে ফেলতে পারেন চকলেট টার্ট। ডার্ক চকলেটের এই লোভনীয় রেসিপিটি কিন্তু আশ্চর্যজনকভাবেই সহজ। দেখে নিন চকলেট টার্ট তৈরির সহজ রেসিপি।