আম দিয়ে কি শুধুই আচার, জেলি আর চাটনি হয়? আম দিয়ে আরও অনেক কিছুই তৈরি করা যায়। যেহেতু আমের সিজন চলছে তাই এই আমের সিজনে মাত্র ৪ টি উপকরণে ঘরেই বানানো যাবে সুস্বাদু আমের স্বাদে ম্যাঙ্গো আইসক্রিম।
আমের আইসক্রিমে স্বর্গীয় একটি স্বাদ আছে। গরমে আইসক্রিম আপনাকে করবে সতেজ, চাঙ্গা। এছাড়াও আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ যা আপনার শরীরকে কোলন, স্তন, লিউকেমিয়া এবং প্রোস্টেট ক্যান্সার থেকে রক্ষা করতে পারে।