জিরা তো মুরগির প্রায় সব তরকারিতে দেওয়া হয়, প্রশ্ন জাগতে পারে তাহলে এই রেসিপি আবার আলাদা কী? মুরগির এই রেসিপিতে জিরা দুই ভাবে ব্যবহার হয়, গোটা এবং গুঁড়া। যাতে জিরার সুগন্ধ রান্নায় খুব ভালো ভাবে পাওয়া যায়। সচরাচর আমরা যে ধরনের মুরগির রেসিপি খেয়ে থাকি তা থেকে এর স্বাদও আলাদা। এটায় খুব বেশি ঝোল রাখা হয় না তাই রুটি, পরোটা, নান কিংবা লুচির সাথে খেতেই বেশি ভালো লাগে।