বিভিন্ন রকম আমের আচারের মাঝে আমের কাশ্মীরি আচারের আলাদা একটি স্থান রয়েছে। আমের মৌসুমে রসুইঘরে কাশ্মীরি আচার হতেই হবে। এই আচার বানানো যেমন সহজ সংরক্ষণও করা যায় বহুদিন। চিনির সিরায় ডুবে থাকে বলে ফ্রিজে বা ঘরের তাপমাত্রায় রাখলে নষ্ট হয় না। এতে ঝাল বা ঝাঁঝ না থাকায় বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে থাকে।