প্রধান কিছু ফ্লেভারের কথা বলে স্ট্রবেরির নামটি প্রথমেই আসে। সুস্বাদু ছোট রসালো এই ফলটি ডিসেম্বরের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত বাজারে পাওয়া যায়। বর্তমানে দেশে কৃষির উন্নতির ফলে আমাদের মতো অনুপযুক্ত আবহাওয়ার দেশেও প্রচুর পরিমানে ফলন হচ্ছে স্ট্রবেরির। আর এই স্ট্রবেরি আর লেবুর মিশেলে তৈরী একটি রিফ্রেশিং স্ট্রবেরি-লেমনেড জুস নিয়ে হাজির হয়েছি আমরা আজকে -