Loading...
নরম তুলতুলে চিকেন মোমোস

বর্তমানে জনপ্রিয় কিছু স্ট্রিট ফুডের তালিকা করলে মোমোস সেই তালিকায় অবশ্যই আসবে। মাংস, সবজি বা মাছের পুর দিয়ে তৈরি পিঠার মতো এই খাবারটি বর্তমান সময়ে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ঝাল এই খাবার আইটেমটি সন্ধ্যার বা বিকেলের নাস্তা হিসেবে বেশ ট্রেন্ডি একটি রেসিপি। তাছাড়া বৃষ্টিস্নাত আবহাওয়ায় মোমোস খাবার মজাই আলাদা। খুব সহজেই এই রেসিপিটি ঘরে বানানো সম্ভব,চলুন দেখে নেওয়া যাক কিভাবে  

প্রয়োজনীয় উপকরণঃ

  • পুষ্টি ময়দা - দেড় কাপ
  • লবণ - স্বাদমতো
  • পানি - পরিমাণমতো
  • হাড়বিহীন মুরগির কিমা - ১ কাপ
  • সয়া সস - ১ টেবিল চামচ
  • মিহি আদা-রসুন কুচি - ১/২ টেবিল চামচ
  • মিহি কাঁচা মরিচ কুচি - স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়া - ১/২ চা চামচ
  • পেঁয়াজের কলি কুচি - স্বাদমতো
  • গরম তেল - দেড় টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: খামির তৈরি করে নিন

    একটি বাটিতে ময়দা নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিন। এরপরে এতে হাফ কাপ ও ২ টেবিল চামচ পানি দিয়ে ভালো মতো মাখিয়ে রুটির কাইয়ের মতো তৈরি করে নিন। একটি কাপড় ভিজিয়ে নিয়ে তা চিপে ভালোমতো পানি ঝরিয়ে নিন। এবার সেই কাপড়টি দিয়ে খামিরটিকে আধা থেকে ১ ঘন্টা ঢেকে রাখুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: পুর তৈরি করে নিন

    হাড়বিহীন মুরগির মাংসের কিমার সাথে স্বাদমতো লবণ দিয়ে তাতে সয়া সস,কালো গোল মরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি,আদা-রসুন বাটা,পেঁয়াজের কলি কুচি ও গরম তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ: মোমোস বানান

    খামিরগুলোকে লম্বা দড়ির মতো বানিয়ে নিয়ে মাঝে দিয়ে কেটে উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে। এরপরে হালকা বেলে নিয়ে আবার ছোট ছোট আকারে কেটে নিয়ে বেলে এতে পুর দিয়ে ফুলের মতো করে মুখ বন্ধ করে নিতে হবে। এবার একটি পাত্রে পানি নিয়ে তা চুলায় দিয়ে ছাকনি দিয়ে দিতে হবে। এরপরে সেই ছাঁকনির উপরে মোমোস দিয়ে তা ভাপে রান্না করতে হবে ১০ মিনিটের জন্য। এরপরে নামিয়ে সস বা চাটনির সাথে পরিবেশন করতে হবে মোমোস

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন