বর্তমানে জনপ্রিয় কিছু স্ট্রিট ফুডের তালিকা করলে মোমোস সেই তালিকায় অবশ্যই আসবে। মাংস, সবজি বা মাছের পুর দিয়ে তৈরি পিঠার মতো এই খাবারটি বর্তমান সময়ে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ঝাল এই খাবার আইটেমটি সন্ধ্যার বা বিকেলের নাস্তা হিসেবে বেশ ট্রেন্ডি একটি রেসিপি। তাছাড়া বৃষ্টিস্নাত আবহাওয়ায় মোমোস খাবার মজাই আলাদা। খুব সহজেই এই রেসিপিটি ঘরে বানানো সম্ভব,চলুন দেখে নেওয়া যাক কিভাবে