আমের মৌসুমে কাঁচা আমের আচার আর আমসত্ত্ব না হলে যেন গ্রীষ্মকাল বলে মনেই হয় না। ছোটো বড়ো সবারই পছন্দ এই আম সত্ত্ব। এছাড়া আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করা যায় সারা বছর। আমের মৌসুম শেষেও আমের চাহিদা মেটাবে এই আমসত্ত্ব। আগে সম্পূর্ণ রোদের তাপে শুকালেও আজকাল খুব সহজে ওভেনেও তৈরি করে নেওয়া যায়।
নিচের রেসিপি থেকে জেনে নিন কিভাবে খুব সহজে তৈরি করবেন টক মিষ্টি আমসত্ত্ব।