কোরবানিতে গরু আর খাসির মাংস খেতে খেত কিছুটা একঘেয়েমি লাগা স্বাভাবিক। চাই একটু লাইট কিছু। কম তেল মসলায় রান্না করা যেকোনো খাবার আপনাকে তৃপ্তিসহ খেতে সাহায্য করবে। দই রসুন মুরগি তেমনই একটি রেসিপি। এতে রসুনের ব্যবহার বেশি হলেও রসুনের খুব সুন্দর সুবাস থাকে পুরো রান্নায়। এটা ভাত, পোলাও বা নানের সাথে খেতে দারুণ লাগে।