চাইনিজ রেস্টুরেন্টে গেলে অর্ডারের তালিকায় প্রথম সারিতেই থাকে বিফ চিলি। সামনের কোরবানির ইদে বাসায় যখন অঢেল গরুর মাংসের মজুদ থাকবে, ঘরেই তৈরি করতে পারবেন চিলি বিফ। গরুর ভুনা-কালিয়াখেতে খেতে বোর না হয়ে ট্রাই করুন ভিন্ন ধাঁচের এই আইটেমটি। চিলি বিফের বিশেষত্ব হলো সব উপকরণ রেডি থাকলে খুব দ্রুত তৈরি করা যায়। মেহমান আপ্যায়নে হরেক রকম আইটেমের মাঝে চিলি বিফ হবে অন্যরকম একটি আকর্ষণ।