পিঠা বলতে আমরা বুঝি মিষ্টি কিছু। তবে পিঠা কিন্তু শুধু মিষ্টিই হয় না, ঝাল স্বাদেরও হয়। এসব পিঠার কদরও রয়েছে বেশ। বিশেষ করে যারা মিষ্টিজাতীয় খাবার পছন্দ করেন না, তাদের কাছে কিন্তু ঝালপিঠাই বেশি প্রিয়। তেমনই একটি মজাদার পিঠা হচ্ছে ঝাল মাংসের পুলি পিঠা। চাইলে খুব সহজেই আপনি এটি তৈরি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি।