মরিচ, ধনিয়া এবং ক্যাপসিকাম দিয়ে তৈরি চাটনি জিভে জল আনার মতো একটি রেসিপি। তাজা ধনিয়া পাতার টেক্সচার,সেই সাথে মরিচ ও ক্যাপসিকাম এর মিশ্রণ থেকে তৈরি হয় অনন্য স্বাদের এই চাটনি। ধনিয়া এবং ক্যাপসিকাম এর এই রসালো চাটনি পরিবেশন করতে পারেন স্বাস্থ্যকর কোনো সাইড ডিশের সাথে। চলুন জেনে নেওয়া যাক ধনিয়া ও ক্যাপসিকাম এর চাটনি তৈরি সহজ রেসিপিটি।